Location

Court Para, Hospital More

01729 - 775029

24/7 Customer Support

Opening Hours

Saturday - Thursday

শুরুর কথাঃ

Venus IT Institute যাত্রা শুরু করে ২০১৮ সালে। আমরা ১০ টি বিষয়ে ট্রেনিং দিয়ে থাকি এবং এখন পর্যন্ত আমরা ১০০+ ব্যাচে ১০০০+ ট্রেইনিদের প্রফেশনাল ট্রেনিং দিয়েছি। আমাদের সম্পর্কে ভালভাবে জানতে অফিসে আসুন বা আমাদের ফোন করতে পারেন। আমাদের সম্পর্কে ভাল আইডিয়া নিতে পারবেন আমাদের ফেসবুক পেজ ও গ্রুপ, ইনস্টাগ্রাম পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে।

পরিচালকের বক্তব্যঃ

আমি আবদুল্লাহ আল ফারুক, Founder & CEO Venus IT Institute, আমি অনলাইন কাজের সাথে যুক্ত আছি ২০১০ সাল থেকে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজের পাশাপাশি দেশ এবং দেশের বাইরের অনেক কোম্পানির সাথে কাজ করার সুযোগ হয়েছে। ২০১৬ সালে আইসিটি মন্ত্রণালয় থেকে পরিচালিত Learning & Earning Development Project (LEDP) প্রকল্পটি কুষ্টিয়া সহ ৫ টি জেলাতে আমি পরিচালনা করেছি। ২০১৮ সালে আইসিটি মন্ত্রণালয়ের আরেকটি প্রকল্প She Power আমি কুষ্টিয়াতে পরিচালনা করেছি। ডিসি অফিস কুষ্টিয়া থেকে পরিচালিত ১৫ দিনের ট্রেনিং প্রকল্পে যুক্ত ছিলাম এবং আমি বর্তমানে জেলা আইসিটি কমিটির একজন মেম্বার।

উক্ত প্রকল্পগুলোতে অনেক অনেক ট্রেইনি রেজিস্ট্রেশন করেন, কিন্তু আসন লিমিটেড থাকার কারনে সবাইকে সুযোগ দেওয়া সম্ভব হয় না। তাদের অনেকেই আমাদের বলেন, বিকল্পভাবে ট্রেনিং এর ব্যবস্থা করতে। আবার দীর্ঘদিন ফ্রিল্যান্সিং পেশার সাথে যুক্ত থাকার কারণে অনেকেই আমার কাছ থেকে ফ্রিল্যান্সিং শিখতে চান কিন্তু এককভাবে শেখানো সম্ভব হয়না। আবার কুষ্টিয়াতে প্রফেশনাল ফ্রিল্যান্সারদের থেকে ফ্রিল্যান্সিং শেখার সুযোগ নেই বললেই চলে। অনেকগুলো ফ্যাক্টর বিবেচনা করে প্রফেশনাল ফ্রিল্যান্সারদের থেকে ফ্রিল্যান্সিং শেখার সুযোগ তৈরির জন্য আমরা ২০১৮ সালে ভেনাস আইটি ইনস্টিটিউট শুরু করি।

শুরু থেকেই আমাদের টার্গেট ছিল আমাদের ট্রেইনিরা যেন সবাই অনলাইনে তার নিজের একটা ভাল অবস্থান তৈরি করতে পারে। আলহামদুলিল্লাহ আমরা সেটা করতে পেরেছি। আমাদের বেশিরভাগ ট্রেইনিরা সফলতার সাথে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করছে, রিমোট জব ,লোকাল জবের সাথে যুক্ত আছে এবং অনলাইন বিজনেস পরিচালনা করছে।

ট্রেনিং কার্যক্রমঃ

আমরা শুরু থেকেই মার্কেটপ্লেসে ডিমান্ড আছে এমন আলাদা আলাদা ১০ টি বিষয়ে ট্রেনিং দিয়ে আসছি। এখন পর্যন্ত ১০০+ ব্যাচে ১০০০+ ট্রেইনিদের আমারা প্রফেশনাল ট্রেনিং দিয়েছি। শুধু গতানুগতিক ট্রেনিং দিয়েই আমরা আমাদের দায়িত্ব শেষ করি নাই, আমরা আমাদের ট্রেইনিদের বিভিন্ন জায়গায় জবের ব্যবস্থা করেছি, বিভিন্ন টিমের সাথে কাজ করার সুযোগ করে দিয়েছে সেই সাথে প্রতিটা কোর্সে লাইফটাইম সাপোর্ট রেখেছি। এছাড়াও একজন একবার ভর্তি হয়ে তার প্রয়োজনে একাধিকবার ক্লাস করার সুযোগ পাবে, আলাদা ফি দিতে হবে না।


আমাদের কোর্সসমূহঃ

১। প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং
২। অ্যাডভান্সড সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO)
৩। প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন
৪। প্রফেশনাল ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট
৫। সোশ্যাল মিডিয়া মার্কেটিং (SMM)
৬। অ্যাফিলিয়েট মার্কেটিং
৭। ফেসবুক মার্কেটিং
৮। ইউটিউব মার্কেটিং
৯। লোকাল SEO
১০। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশান

ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য কেন ভেনাস আইটি পছন্দ করবেন –

১। ভর্তির পূর্বে ফ্রি ক্লাস করে দেখতে পারবেন
২। প্রজেক্ট ভিত্তিক প্রাকটিক্যাল ক্লাস
৩। প্রতিটা ক্লাসের ভিডিও পাবেন
৪। লাইফটাইম সাপোর্ট পাবেন
৫। একবার ভর্তি হয়ে লাইফটাইম ক্লাস করতে পারবেন।