৬০০ বিলিয়ন ডলারের ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আপনাকে স্বাগতম

৬০০ বিলিয়ন ডলারের ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আপনাকে স্বাগতম

৬০০ বিলিয়ন ডলারের ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে রয়েছে কাজের অফুরন্ত সুযোগ। শুধু দরকার নিজের স্কিল ডেভলপ করে কাজে নেমে পড়া। চোখ বন্ধ করে বলা যায় আগামী দিনগুলোতে যে কাজটার সবচেয়ে ডিমান্ড বেশি থাকবে তা হল ডিজিটাল মার্কেটিং।

কেন ডিজিটাল মার্কেটিং আগামী দিনগুলোতে অনলাইন ইনকামের সবচেয়ে বড় ক্ষেত্র হবে তা বুঝতে নিচের লিস্টটা একবার দেখে নিন।

১। ৭০% কোম্পানি এখন ডিজিটালি মাইগ্রেট করার কথা ভাবছে।
২। ১০% কোম্পানি ইতিমধ্যে ডিজিটালে শিফট হয়েছে, ২০% কোম্পানি প্রসেসিং এ আছে।
৩। কোম্পানিগুলো তাদের মোট বিনিয়োগের ৪০ শতাংশ করেছে ডিজিটাল ট্রান্সফরমেশনের জন্যে।
৪। ২০১৯ সালে ২ ট্রিলিয়ন ডলার খরচ হয়েছে কোম্পানিগুলোর সেলস ও মার্কেটিংকে ডিজিটাল প্লাটফর্মে নিতে।
৫। ডিজিটাল ট্রান্সফরমেশনের কারনে এফিসিয়েন্সি বেড়েছে ৪০%, দ্রুততা বেড়েছে ৩৬%।
৬। ৬০% কোম্পানি বিজনেস মডেল নিয়ে ভাবছে এবং পুরো মডেল শিফট করে ফেলবে।
৭। স্টার্ট আপ কোম্পানিগুলোর মাঝে ৫৫% কোম্পানিই ডিজিটাল মার্কেটিং ফলো করছে।
৮। ৮৯% কোম্পানি এখন আর ট্রেডিশনাল মার্কেটিং খাতে ইনভেস্ট করছে না।
৯। ৬৫% কোম্পানি ডিজিটাল মার্কেটিং স্ট্রাটেজির উপর আস্থা এনেছে ও ভালো ফল পাচ্ছে।
১০। ৪৪% কোম্পানি অপারেশন এবং কাস্টমার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের কাজ ডিজিটাল ট্রান্সফরমেশন করার কাজ শুরু করেছেন।
১১। ৭% কোম্পানি পুরোপুরি ডিজিটালি শিফট করেছে। তাদের কর্মী সংখ্যা ট্রেডিশনাল কোম্পানি থেকে ৭৮% কম।
১২। ২৭% কোম্পানি বলছে, ডিজিটাল মার্কেটিং ছাড়া তারা বাজারে টিকতে পারছে না।
১৩। ৩৪% কোম্পানির সমর্থ আছে, ট্র্যাডিশনাল মার্কেটিং টেকনিক ফলো করে আরো ৫ বছর টিকতে পারবে।
১৪। গ্রোথ হ্যাক মার্কেটিং জানা মার্কেটারের সংখ্যা ১% এরও কম।
১৫। ৬৬% কোম্পানি কাস্টমারের সাথে ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ না করায়, তাদের সাথে কাস্টমারের দূরত্ব তৈরি হচ্ছে।
১৬। ৬৫% কোম্পানি মনে করে, ডিজিটাল ট্রান্সফরমেশনের জন্যে তাদের কাছে রাইট টেকনোলজি নেই।
১৭। ১৩% মার্কেটার ডিজিটাল ট্রান্সফরমেশনের সাথে খাপ খাওয়াতে চেষ্টা করছে, এর মাঝে সফল হচ্ছে, ৩০%।
১৮। ৫৬% সিইও বলছেন, ডিজিটাল ট্রান্সফরমেশন ছাড়া বিজনেস ডেভলপমেন্ট পসিবল না।
১৯। ডিজিটালি ম্যাচিউর কোম্পানির ইয়ার টু ইয়ার বিজনেস গ্রোথ ৩৭%, প্রফিট গ্রোথ ২৩%।
২০। ডিজিটালি ট্রানফার হওয়া কোম্পানিগুলো তাদের কম্পিটিটরদের চেয়ে ৬৪% এগিয়ে।
২১। কেবল ১৬% কর্মী ডিজিটাল ট্রান্সফরমেশনকে সমর্থন করে এবং মনে করে এতে করে কাজ এগোনো সম্ভব।
২২। ডিজিটাল মার্কেটারের বেতন ৭৮% বাড়ছে, ট্র্যাডিশনাল মার্কেটারের গ্রোথ ৭%।
২৩। ৩৪% সিইও টেকনোলজি বোঝে না, ট্রানফরমেশনকে তারা ঝুকি মনে করে।
২৪। ডিজিটাল ট্রান্সফরমেশনের কারনে ৮% জব ক্রিয়েট হচ্ছে, ৫৬% লোক জব হারাবে।
২৫। ২৫% কোম্পানি কাস্টমার সার্ভিস দিচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট দিয়ে।
২৬। ৬৪% লোক কেনাকাটা করার আগে, অনলাইনে চেক করে।
২৭। ৮২% কাস্টমার মনে করে, টাকার চেয়ে সেবা পাওয়াটা বড়, তারা হেসেল নিতে চায় না।

ভেনাস আইটি ইনস্টিটিউটে রয়েছে ৬ মাস মেয়াদী প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং কোর্স। আসুন, দেখুন, যাচাই করুন, নিজেকে তৈরি করুন আর জয়েন করুন ৬০০ বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রিতে।
যোগাযোগঃ ০১৭২৯৭৭৫০২৯, ০১৭৪৩২৩৯৩৫৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *