
যে ৫ টি কারণে ডিজিটাল মার্কেটিং (SEO,SMM,SEM,Facebook Marketing, Youtube Marketing) শিখবেন
স্কিল ডেভলপমেন্টের ক্ষেত্রে ২ টি বিষয়ে লক্ষ্য রাখতে হয়। বর্তমান মার্কেট ভ্যালু কেমন এবং ফিউচারে ডিমান্ড কেমন থাকবে। আপনি যদি তুলনামূলকভাবে কম সময়ে অনলাইন থেকে আরনিং করতে চান তবে শিখতে পারেন ডিজিটাল মার্কেটিং এর যে কোন বিষয়। বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা অনেক এবং অনলাইন থেকে খুব সহজেই ইনকাম করা যায়। আমাদের গাইডলাইন ফলো করে আপনি যদি ৩ মাস ভালভাবে পরিশ্রম করতে পারেন তবে অবশ্যই ৩ মাসের ভিতর ইনকাম শুরু করতে পারবেন ইনশাআল্লাহ্। ডিজিটাল মার্কেটিং ১৩ তম ব্যাচ শুরু হচ্ছে জানুয়ারি ১ তারিখ থেকে।
১। বর্তমানে মার্কেটে ( ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল )ব্যাপক চাহিদা রয়েছে এবং ভবিষ্যতে চাহিদা আরও বাড়বে। একটু খেয়েল করলেই বুঝতে পারবেন বিভিন্ন প্রডাক্ট বা সার্ভিসের মার্কেটিং এর ক্ষেত্রে অনলাইন কি পরিমাণ ভূমিকা রাখছে।
২। ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো তুলনামূলক শেখা সহজ
৩। কাজগুলো পার্ট বাই পার্ট আলাদা। আপনি কিছু কিছু পার্ট ভালভাবে শিখে তা দিয়েই ইনকাম শুরু করতে পারবেন।
৪। খুব কম সময়ের ভিতর কাউকে ট্রেনিং দিয়ে আপনার হ্যান্ড তৈরি করতে পারবেন। যা আপনার কাজের চাপ বেশি থাকলে বা কোম্পানি গঠনে খুব কাজে দিবে।
৫। প্যাসিভ ইনকামের সুযোগ বেশি।
ভর্তির জন্য যোগাযোগ করুন – ০১৭২৯৭৭৫০২৯, ০১৭৪৩২৩৯৩৫৫